সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুরের মিঠাপুকুরে স্ত্রীর পরকীয়ায় স্বামী খুনের ঘটনায় স্ত্রী সেলিনা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য মিঠাপুকুর থানা পুলিশ গ্রেফতার করে।
উলেখ্য, রংপুর মিঠাপুকুরে এক চা দোকানদারকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত গুলশান উপজেলার মমিনপুর গ্রামের আব্দুল হকের পুত্র।
জানা যায়, সোমবার রাতে জায়গীরহাট স্ট্যান্ড থেকে চা দোকান বন্ধ করে দুর্গাপুরে ভাড়া বাসার দিকে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে হেলমেটধারী দুই ব্যাক্তি তাকে উপর্যুপরি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পড়ে গুরুতর আহত অবস্থায় গুলশান মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে এক যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন তার স্ত্রী। এতে বাঁধা দেয়ায় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে দাবি স্বজনদের।
মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান জানান, এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতার অভিযান চলছে।