বৃষ্টির মধ্যেও বিক্ষো’ভ মিছিল করলেন ইশরাক

নজর২৪, ঢাকা- সারাদেশে ধ.র্ষ.ণ, নারী ও শিশু নি.র্যা.তনের প্রতিবাদে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও দলটির অঙ্গসংগঠনের নেতারা।

 

সোমবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে সেখান থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।

 

সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে ইশরাক হোসেন বলেন, ‘আমার বাবা একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন। আমিও একজন গেরিলা মুক্তিযোদ্ধার মতো বাঁচতে চাই। আমরা আর কোনো অন্যায় বরদাস্ত করবো না। এ সরকারকে আমাদের সরাতে হবে। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি। ’

 

এ সময় বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

এর আগে সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *