সিএনজি চলাচলের বৈধতা চেয়ে কাকিনা-রংপুর সড়ক অবরোধ, তীব্র যানজট

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- বৈধতাসহ পুলিশী হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটের কাকিনা-রংপুর সড়ক অবরোধ করে যান চলাবন্ধ করেছে থ্রি-হুইলার মালিক শ্রমিক লীগ।

 

রোববার(১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে কালীগঞ্জের কাকিনা রংপুর সড়কের সিরাজুল মার্কেট থেকে দেড় কিলোমিটার অবরোধ করেন শ্রমিক মালিকরা।

 

অবরোধকারীরা জানান, লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার লাখো মানুষ গংগাচওড়া শেখ হাসিনা সেতু হয়ে রংপুরের সাথে যোগাযোগ রক্ষা করছে। এ সড়কে বাস বা ট্রাকসহ ভারি যানবাহন চলাচলের সুযোগ নেই। এ কারণে এই চারটি উপজেলার কয়েক লাখ মানুষ মোটর সাইকেল, অটোরিক্সা ও থ্রি হুইলার (সিএনজি) যোগে রংপুরের সাথে যোগাযোগ রক্ষা করছে।

 

থ্রি হুইলার বা অটোরিক্সা যোগে বাড়ি থেকে বেগম রোকেয়া বিশ্বিদ্যালয়, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ রংপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে এ চার উপজেলার শিক্ষার্থীরা। শুধু তাই নয় এ চার উপজেলার রোগী পরিবহন করা সরকারী বেসরকারী এ্যাম্বুলেন্সসহ সাধারণ রোগীরাও থ্রি হুইলার যোগে চিকিৎসা সেবার জন্য এ সড়কটি ব্যবহার করেন।

 

সাম্প্রতিক সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ এসব থ্রি হুইলার এ লোকাল সড়কটি ব্যবহারে নিষেধ করেন। শনিবার (১০ অক্টোবর) একটি থ্রি হুইলারকে অবৈধ যান উল্লেখ করে ২০হাজার টাকা জরিমানা করে একটি মামলা দেয়। একই সাথে রংপুর মেট্রো এসব থ্রি হুইলার রংপুরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। এতে কয়েক হাজার থ্রি হুইলার চালক মালিক পরিবার পথে বসে যাওয়ার উপক্রম হয়েছে। রংপুর মেট্রোর এ নিষেধাজ্ঞা প্রত্যহারসহ থ্রি হুইলারের নিবন্ধনের ব্যবস্থা করার দাবি করে সড়ক অবরোধ করেন থ্রি হুইলার মালিক শ্রমিকলীগের নেতাকর্মীরা।

 

কালীগঞ্জ উপজেলার কাকিনা সিরাজুল মার্কেট থেকে দেড় কিলোমিটার অর্ধসহস্রাধিক থ্রি হুইলার আড়াআড়ি করে রেখে সড়ক অবরোধ করেন থ্রি হুইলার মালিক শ্রমিকলীগ। এ সময় রংপুর বাংলাদেশ ব্যাংক মোড় থেকে কালীগঞ্জের কাকিনা বাজার পর্যন্ত বিভিন্ন যানবাহ আটকরা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে রোগীসহ অফিস আদালতে গমনকারী সাধারন মানুষ।

 

দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে দাবি করে অবরোধে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা থ্রি হুইলার মালিক শ্রমিক লীগের সভাপতি হযতরত আলী, সম্পপাদক নুর নবী, রংপুরের মহিপুর থ্রি হুইলার মালিক শ্রমিক লীগের সভাপতি তোতা মিয়া, সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *