সেই ৪ শিশুকে বাড়িতে পৌঁছে দিলো প্রশাসন, স্বস্তিতে অভিভাবকেরা

বরিশাল- হাই‌কো‌র্টের আদেশের পর ব‌রিশা‌লের বা‌কেরগ‌ঞ্জে ধর্ষ‌ণের অভিযো‌গে দায়ের করা মামলায় যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা ৪ শিশু আসামি‌কে নিজ নিজ বা‌ড়ি‌তে পৌঁছে দি‌য়েছে স্থানীয় প্রশাসন।

 

আজ শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭টা ৫০ মি‌নি‌টে ওই ৪ শিশু‌কে বা‌কেরগ‌ঞ্জের রুনশী গ্রা‌মে নি‌য়ে আসেন প্রশাসনের কর্মকর্তারা। এ সময় সেখা‌নে হৃদয় বিদারক দৃ‌শ্যের অবতারণা হয়। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে শিশুদের বুকে টেনে নিয়ে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

 

শিশু‌দের হা‌তে পে‌য়ে স্বজনরা আদাল‌তের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ক‌রেন। পাশাপা‌শি মি‌থ্যা অভি‌যোগকারী‌দের বিরু‌দ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দা‌বি জানান। স্বজন‌দের হা‌তে ওই ৪ শিশু‌কে বু‌ঝি‌য়ে দেওয়ার সময় উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, জেলা প্রশাসক কার্যাল‌য়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পার‌ভেজ, বা‌কেরগঞ্জ থানার ওসি আবুল কালামসহ প্রশাস‌নের স্থানীয় কর্মকর্তারা।

 

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় ব‌লেন, আমরা উচ্চ আদাল‌তের নির্দেশনা পালন ক‌রে‌ছি। আর গোটা বিষয়‌টি নি‌য়ে তদন্ত চল‌ছে। তদন্ত শে‌ষে ঘটনার মূল্য রহস্য উদঘাটন হ‌বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *