সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মধুপুরে জিনের বাদশা পরিচয় দেওয়া এক প্রতারককে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম শ্রী উজ্জল চক্রবর্তী (৩৫)। তিনি গাইবান্ধা জেলার হোবিন্দগঞ্জ উপজেলার শ্রী কুদিরাম চন্দ্র চক্রবর্তীর ছেলে।
জানা যায়, মধুপুর থানাধীন আকাশী গ্রামের শাকিলা বেগমকে এক সপ্তাহ যাবত ঐ প্রতারক আল্লাহ ওলি ও জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। ইতিমধ্যে শাকিলার কাছ থেকে তিনি বিকাশের মাধ্যমে ২২৫০০ টাকা আত্নসাৎ করেন।
এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (০৮ অক্টোবর) শাকিলা বেগমের নিকট হতে তিন ভরি স্বর্ণালংকার নিতে এলে হাতেনাতে ‘আল্লাহ ওলি ও জিনের বাদশা’ চক্রের এই প্রতারককে আটক করা হয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বিষয়টি নিশ্চিত করে নজর টুয়েন্টিফোরকে জানান, “জিনের বাদশা পরিচয় দেওয়া ঐ প্রতারককে গ্রেফতার পূর্বক নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”