নিজ মেয়েকে ঘরে আটকে রেখে টানা ২ মাস ধরে ধ.র্ষ.ণ ‘পীর’ বাবার

নজর২৪ ডেস্ক- দীর্ঘদিন ধরেই ১৬ বছর বয়সী মেয়েকে ঘরে আটকে রেখে ধ.র্ষ.ণের অভিযোগে শরীফুল ইসলাম নামে কথিত এক সাধককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি জানায়, কথিত এই সাধক নিজ মেয়েকে নাটোরের বড়াই গ্রামে নিজ বাড়িতে নিয়ে আটকে রেখে গত ২ মাস ধরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করছিলেন।

 

এ বিষয়ে বুধবার (৭ অক্টোবর) রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন করেন সংস্থার ডিআইজি শেখ নাজমুল আলম। তিনি বলেন, মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে মানিকগঞ্জের হরিরামপুর থানাধীন বসন্তপুর বাগডাংগী নামের দুর্গম এলাকার পদ্মার চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম বলেন, শরীফুল একজন কথিত সাধক, নিজেকে কখনো পীর বলে দাবি করেন। প্রায় দুই বছর আগে স্ত্রী তাকে ছেড়ে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া পূর্ব হাগুরিয়া গ্রামে বাবার বাড়ি চলে যান। পরে তাদের ১৬ বছর বয়সী মেয়েটিও নানার বাড়ি চলে যায়।

 

“গত ঈদুল আজহার ছয় দিন আগে শরীফুল বিভিন্ন কৌশলে মেয়েকে নিজ বাড়িতে নিয়ে এসে নানাভাবে নির্যাতন করত। শরীফুল মেয়েকে ভয়ভীতি দেখিয়ে নিয়মিত ধর্ষণ করত এবং কাউকে না বলার জন্য হুমকি দিত।”

 

নাজমুল বলেন, এক পর্যায়ে মা ও নানীর সঙ্গে যোগাযোগ করে ওই কিশোরী নির্যাতনের কথা জানালে তাকে উদ্ধারের পর ২২ সেপ্টেম্বর বড়াইগ্রাম থানায় একটি মামলা হয়। এরপর আত্মগোপনে চলে যান শরীফুল।

 

এই পুলিশ কর্মকর্তা বলেন, মানিকগঞ্জের ওই দুর্গম এলাকায় গিয়ে তিনি দাঁড়ি-গোঁফ কেটে এক মহিলার বাসায় ওঠেন। বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়ানোর কারণে ওই মহিলার তার পূর্ব পরিচিত ছিল।

 

সিআইডি কর্মকর্তারা জানান, গণমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রায় টানা ২৫ ঘণ্টা অভিযান চালিয়ে শহীদুলকে গ্রেপ্তার করা হয়।

 

কিশোরীর দাদা-দাদীও তাকে ধর্ষণে শহীদুলকে সহায়তা করেছে কিনা জানতে চাইলে নাজমুল বলেন, তদন্তে তাদের নাম আসলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

 

এক প্রশ্নের জবাবে এই সিআইডি কর্মকর্তা বলেন, “তাকে দেখে বা তার সঙ্গে কথা বলে মানসিক রোগী মনে হয় না। শহীদুল বিভিন্ন মাজারে মাজারে ঘুরে নিজেকে কখনো পীর বলে প্রচার করে মুরিদ জোগাড় করে রাখতো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *