মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- নোয়াখালীর জেলার বেগমগঞ্জ উপজেলায় এক মহিলাকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতনের ঘটনাসহ সকল সারাদেশে অব্যাহত নারী নির্যাতন-ধর্ষণের প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের নিজ কার্যালয়ের সামনে থেকে আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে একটি প্রতিবাদি মিছিল শুরু হয়। পরে মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ডের “বঙ্গবন্ধু চত্বরে” এসে সমাপ্ত হয় এবং শুরু হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়ামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক তাহরিম হোসেন সীমান্ত প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় নারী নির্যাতনের অমানবিক ঘটনা দেশবাসীকে স্তম্ভিত করেছে। নারী নির্যাতনের ঘটনাসহ সাম্প্রতিক সময়ে সকল ধর্ষণের সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়াও মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মো. মারুফ হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আবু বকর সিকদার, সাধারণ সম্পাদক মো. ওয়াকিল আহম্মেদসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ শতাধিক নেতাকর্মীরা মিছিল ও প্রতিবাদি সমাবেশে অংশ নেয়।