রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার, দত্তক নিতে পারবেন যারা

নজর২৪, সাতক্ষীরা- সাতক্ষীরার কালিগঞ্জে রাস্তার পাশ থেকে এক নবজাতক উদ্ধার করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোলখালী রাস্তার পাশ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতককে উদ্ধার করা হয়।

 

জানা গেছে, স্থানীয় মৎস্য চাষী ইসরাইল বিশ্বাস, আব্দুস সাত্তার ও পঞ্চানন মন্ডল মৎস্য ঘেরে যাওয়ার পথে গোলখালী মহাশ্মশান থেকে ১০০ গজ দূরে আবর্জনাযুক্ত জায়গায় একটি কাপড়ে মোড়ানো ব্যাগের ভেতরে কান্নার শব্দ শুনতে পান। তারা এগিয়ে গিয়ে ব্যাগের ভেতরে একটি নবজাতক ছেলে শিশুকে দেখেন। তাৎক্ষণিকভাবে তারা নবজাতককে উদ্ধার করে কালিগঞ্জ সার্জিক্যাল ক্লিনিকে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।

 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, নবজাতকটি সুস্থ আছে। খুঁজে পাওয়ার তিন-চার ঘণ্টা আগে তার জন্ম হতে পারে।

 

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল বলেন, ‘নবজাতকটি দত্তক দেওয়া হবে। তবে সন্তান নেওয়ায় অক্ষম, বাবা-মাকে আবেদন করতে হবে। শিক্ষক কিংবা সরকারি চাকরিজীবীরা অগ্রাধিকার পাবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *