দ্বিতীয় জয়ের খোঁজে আজ মাঠে নামছে বার্সা

স্পোর্টস ডেস্ক- নতুন মৌসুমটা দুর্দান্ত শুরু করেছে বার্সেলোনা। ক্যাম্প ন্যু’তে ২০২০/২১ মৌসুমে ভিয়ারিয়ালের বিপক্ষে যাত্রা শুরু লিওনেল মেসিদের। আর প্রথম ম্যচেই আনসু ফাতির জোড়া গোলে ভিয়ারিয়ালকে ৪-০ গোলের ব্যবধানে হারায় কাতালানরা। গেল মৌসুমটা নিশ্চয় ভুলে যেতে চাইবে বার্সেলোনা এবং তাদের সমর্থকরা।

 

আবার নতুন মৌসুমের শুরুতেও লিওনেল মেসিকে নিয়ে ধাক্কা। তবে সব ধাক্কা সামলে উঠে অবশেষে স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত শুরু করেছে বার্সেলোনা। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত দেড়টায় সেল্টা ভিগোর মাঠে আতিথ্য নেবে বার্সেলোনা।

 

নতুন কোচ কোম্যানের প্রথম অফিসিয়াল ম্যাচে দুর্দান্ত অভিষেক হয়েছে। এর আগে ইতোমধ্যেই দল থেকে আর্তুরো ভিদাল, ইভান রাকিটিচ, নেলসন সেমেদো এবং লুইস সুয়ারেজকে বিদায় জানিয়েছে বার্সা। আর নতুন মৌসুম দলে যোগ দিয়েছেন ত্রিনকাও, মিরোলাম পিয়ানিচ এবং ধার থেকে দলে ফিরেছেন ফিলিপ কুতিনহো। আর ফরোয়ার্ডে আছেন চিরচেনা লিওনেল মেসি, অ্যান্তোনিও গ্রিজম্যান এবং আনসু ফাতি। আর দীর্ঘ সময় ইনজুরির কারণে দলের বাইরে থাকা ওসমান দেম্বেলেও ফিরেছেন অনুশীলনে।

 

গত ম্যাচে আনসু ফাতির দুর্দান্ত দুই গোল আর লিওনেল মেসির গোলে বার্সেলোনা বড় জয় পায়। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যাবাঙ্কা বালাইদোসে আতিথ্য নেবে বার্সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *