সর্বশেষ সংবাদ

বিএনপির কপালে দুঃখ আছে: ডা. জাফরুল্লাহ

নজর২৪, ঢাকা- বিএনপিকে উদ্দেশ করে গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘সরকার খালেদা জিয়াকে তিলে তিলে মারতে চায়। আজ যদি আল্লাহ না করুক, সুস্থ হয়ে তিনি না আসেন, তাহলে তাদের (বিএনপি) কপালে দুঃখ আছে।’

 

রবিবার (৬ জুন) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে প্রয়াত জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।

 

তারেক রহমান প্রসঙ্গে জাফরুল্লাহ বলেন, ‘লন্ডন থেকে বইসা তারেক রহমান ওহি পাঠাইয়া লাভ হবে না। মায়ের মুক্তির কথা ছাড়া আর কোনও কথা তার মুখে আসা উচিত না।’

 

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দলের ১৫ দিনের কর্মসূচির প্রসঙ্গ টেনে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বিএনপি নেতাদের বলবো, জিয়ার জন্য ১৫ দিনের কর্মসূচি বাদ দিয়ে ওই ১৫ দিন আপনারা খালেদা জিয়ার জন্য রাস্তায় থাকেন। আবার জামিনের দরখাস্ত করেন। হাইকোর্টে ১০ হাজার লোক যাইয়া ভরে যাবেন।’

 

তিনি বলেন, ‘এখন খালেদা জিয়াই আপনাদের বাঁচাতে পারেন, খালেদা জিয়াই আপনাদের ক্ষমতায় নিতে পারেন। খালেদা জিয়াই তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে পারেন। আর কেউ পারবে না।’

 

খালেদা জিয়াকে দ্রুত কারাগার থেকে জামিনে মুক্তি দিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ বিচারকদের প্রতি অনুরোধ জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘তার পরিবারকে বলব, কষ্ট পাবেন না। আপনারা ৪০১ ধারায় তাকে মুক্ত করে ভুল করেছে। জেলখানা থেকে তাকে ফিরোজা এনে বন্দি করেছেন।’

 

‘খালেদা জিয়াকে দেখাশোনার জন্য বড় ছেলে তারেক রহমানের মেয়ে দেশে আসুক’ উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘তার মধ্যে আমি খালেদা জিয়ার গুণ দেখতে পাই। সে দেশে এলে রাজনীতিতে ভালো করবে।’

আরও পড়ুন

বাংলাদেশের নির্বাচনে বাইরের থাবা পড়েছে: সিইসি

দ্বাদশ সংসদ নির্বাচনে ‘বাইরের থাবা এসেছে’ মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দেশের অর্থনীতি ও ভবিষ্যৎ বাঁচাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও...

গণভবনের আশপাশে মোবাইল হারালেন সাকিব আল হাসান

গণভবনের আশপাশের এলাকায় নিজের মোবাইল ফোন হারিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এ ঘটনায় ডিএমপির শেরে বাংলা নগর থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তিনি। রোববার (২৬...

সেরা পঠিত