নজর টুয়েন্টিফোর, ঢাকা- প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
শনিবার সকাল ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার ব্যক্তিগত সহকারী আবুল বাসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩০ আগস্ট তাকে সিএমএইচ-এ ভর্তি করা হয়। আবু ওসমান চৌধুরী (৮৫) মুক্তিযুদ্ধকালে ৮ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্বপালন করেছেন এবং এসসিএফ’র সহসভাপতি ছিলেন।