নিজস্ব প্রতিবেদক, নজর২৪- এবার রাজধানীর পাটুয়াটুলিতে অভিযান চালিয়ে নকল ক্যালকুলেটর বিক্রির অভিযোগে হাজী ইলিয়াস মার্কেটের ৮টি প্রতিষ্ঠানকে ২৭ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে চলা এ অভিযানে ৫ শতাধিক নকল ক্যালকুলেটর জব্দের পাশাপাশি তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি বলেন, জাপানের ক্যাসিও কোম্পানির অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আগামীতে এই ধরনের নকল পণ্যের আমদানিকারকের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।