রংপুর- রংপুর নগরীর গনেশপুর এলাকায় নিজ বাসার সয়ন কক্ষ থেকে দুই বোনের লাশ উদ্ধার ঘটনায় অজ্ঞাতনামায় মামলা হয়েছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায়। মামলাটি দায়ের করেন নিহত জান্নাতুল মাওয়ার পিতা মমিনুল ইসলাম।
আজ শনিবার সকালে নিহত জান্নাতুল মাওয়ার পিতা দন্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেছেন। রংপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বলেন, আমরা অনেককেই নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি। বিভিন্ন তথ্য সংগ্রহ করছি। তবে কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। শিগগিরই মুল ঘটনা উদঘাটন করে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে নিজ বাসার শয়ন কক্ষ থেকে সোমাইয়া আক্তার মীমের মরদেহ ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় এবং তার চাচাতো বোন জান্নাতুল মাওয়ার মরদেহ মেঝে পরে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।