সাইফুল ইসলাম মুকুল, রংপুর- রংপুরের গঙ্গাচড়ায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জুয়েল (১৯) নামে এক যুবককে আটক করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।
আটক জুয়েল উপজেলার বড়বিল ইউনিয়নের পশ্চিম বড়বিল কাপড়িয়া পাড়া গ্রামের মমিনুর রহমানের ছেলে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার সময় জুয়েল তার ৩ বন্ধু মিলে অষ্টম শ্রেণীতে পড়ুয়া ওই কিশোরীকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী হলুদ খেতে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। সে সময় কিশোরীর বাবা-মা বাড়ির বাইরে ছিল।
গতকাল সোমবার কিশোরীর পিতা জড়িত ৪ জনের নামে গঙ্গাচড়া মডেল থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করলে ওই দিনই থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়েলকে আটক করে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, আটক জুয়েলকে জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।