মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি এস.কে পাইলট উচ্চ বিদ্যালয়ে ১০৯তম বার্ষিক মিলাদ মাহফিল ও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করেন, মির্জাপুর থানা মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদুল ইসলাম। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মির্জাপুর সরকারি এস.কে পাইলট উচ্চ বিদ্যালয়ে এবার এসএসসি পরীক্ষায় মোট ২৫২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এছাড়া কারিগরি বিভাগ থেকে আরও ৮৩ জন পরীক্ষার্থী অংশ নিবেন।
এসএইচ