মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর শিল্পকলা একাডেমির সঙ্গীত শিক্ষক ও ছোট পর্দার অভিনেতা মিনহাজুল ইসলাম (৫৫) লিভারজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
গতকাল রোববার রাত ১০টার দিকে পৌরসদরের হালিম আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী এক ছেলে এক মেয়ে, তিনভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাইমহাটি গ্রামের মৃত ওহাব মিয়ার ছেলে।
সোমবার বাদ জোহর বাইমহাটি নিজ গ্রামের ছাপড়া মসজিদে জানাযার নামাজ শেষে তাকে মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
এসএইচ