সর্বশেষ সংবাদ

মির্জাপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ আগস্ট) উপজেলার টাকিয়া কদমা বাজারে এ এজেন্ট শাখা উদ্বোধন করা হয়।

ইসলামী ব্যাংক মির্জাপুর শাখা ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল আসাদ’র সভাপতিত্বে শাখাটি উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম উদ্বোধকের বক্তব্যে ইসলামী ব্যাংককে দেশের নির্ভরযোগ্য ও শক্তিশালী ব্যাংক হিসেবে উল্লেখ করেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, মির্জাপুর ইসলামী ব্যাংকের অফিসার সানাউল্লা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আব্দুল লতিফ, তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

আউটলেট এজেন্ট মালিক সুরুজ আল মামুন বলেন, ইসলামী ব্যাংক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে, যা ব্যাংকিং খাতের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। এরই ধারাবাহিকতায় নতুন আউটলেটটি সততার নীতি, আন্তরিকতা, নিষ্ঠা ও প্রযুক্তিসমৃদ্ধ সেবা দেয়ার মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে।

আলোচনা শেষে ফিতা কেটে এবং বিশেষ দোয়া পরিচালনা করেন, মাওলানা আনিসুর রহমান আনাস।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত