তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদকে এশিয়া কাপ ও বিশ্বকাপ একাদশে অর্ন্তভুক্ত করার দাবীতে মানববন্ধন করেছে ক্রিকেট প্রেমীরা। শনিবার (২৬ আগষ্ট) দুপুরে উপজেলাবাসীর আয়োজনে ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, ক্রিকেটার রিয়াদকে বাদ দিয়ে যাদেরকে দলে অর্ন্তভুক্ত করা হয়েছে তারা রিয়াদের ধারের কাছেও নেই। বিশ^কাপে রিয়াদের মত সাইলেন্ট কিলার ক্রিকেটার খুবই প্রয়োজন। এজন্য ক্রিকেট বোর্ড ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবী জানাই মাহমুদুল্লাহ রিয়াদকে দলে অর্ন্তভুক্ত করার জন্য।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ক্রিকেট প্রেমী আরিফুজ্জামান তপু, মিজানুর রহমান, রাশেদুল ইসলাম রনি, হৃদয়, রাকিবুল ইসলাম, শাকিল তালুকদার প্রমুখ।
এসএইচ