সর্বশেষ সংবাদ

জনগণের জন্য প্রধানমন্ত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে: মেয়র মাসুদ

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুর ২টায় উপজেলার নিকরাইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূঞাপুর পৌরসভার মেয়র।

আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং সাফল্য তুলে ধরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মেয়র মাসুদুল হক মাসুদ বলেন, গত ১৪ বছরে আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। বড় বড় মেগা প্রকল্পের কাজ বাস্তবায়ন করেছে। জনগণের জন্য শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরাসহ প্রচার করতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার পাশে থেকে নৌকায় ভোট দিতে হবে।

আলোচনাসভা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মাসুদুল হক মাসুদ, অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী মোল্ল্যা, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম (আমিন), নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জুরান মন্ডল, আব্দুল মালেক তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসএইচ

আরও পড়ুন

৯ম শ্রেণির ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও!

কালিয়াকৈরে উপজেলার সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন আলী ওই স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ...

টাঙ্গাইল-৭ আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেলেন শুভ এমপি

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক...

সেরা পঠিত