তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুরে গোসল করতে গিয়ে আরমান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আরমান উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। নিহত আরমানের বাবা বাদশা মিয়া উপজেলার নিকরাইল ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশ (চৌকিদার) হিসাবে কর্মরত।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আরমান সকাল সাড়ে ১১টার সময় বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। পুকুরে গোসল করতে নেমে পুকুর থেকে আর উঠতে পারেনি। বাবা-মাসহ প্রতিবেশিরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে নেমে তল্লাশি চালিয়ে পুকুর থেকে আরমানের মৃতদেহ উদ্ধার করে।
ভূঞাপুর থানার এসআই আরফান আলী জানান, পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে শিশুটির মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএইচ