মনসুর আলম খোকন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: “শেকড়ের টানে ভ্রাতৃত্বের বন্ধনে, সকলে আমরা সকলের তরে। স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে আমাদের মিলনমেলা”। দীর্ঘ ২৮ বছর পর পাবনার সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাসের ছাত্রদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এ মিলনমেলা উপলক্ষে ওই ব্যাচের সহপাঠীরা সাঁথিয়া পৌর শহরে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করে।
প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথের সভাপতিত্বে ও আল আমিন চঞ্চল এবং শফিকুল ইসলাসের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্মৃতিচারণ করেন ওই সময়ের সহকারী প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক ছাব্বির হোসেন, শ্রী ভবোতোষ কুমার পাল, মোজাম্মেল হক, আব্দুল হক, আব্দুল কাদের প্রমুখ।
পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও স্মৃতিচারণমূলক আলোচনা করেন ৯৫ ব্যাচের ছাত্রদের মধ্যে আতিকুল ইসলাম রাজা, আব্দুল বাছেদ, আরিফুল ইসলাম, গোলাম মোস্তফা, রিয়াদ, সাদেক, রতন, রাসেল, আব্দুর রউফ প্রমুখ।
পুনর্মিলনী অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়ে ছিলেন ইবনে মাসুদ, মামুন, মনিরুজ্জামান রাজা, লিটন ও শরিফুল। অনুষ্ঠানে বক্তারা ৯৫ ব্যাচের ছাত্রদের সহযোগিতায় এই প্লাটফর্মের মাধ্যমে এলাকার অসহায়দের সাহায্য করা এবং বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। পরে র্যাফেল ড্রতে অংশগ্রহণ করেন তারা। সন্ধ্যায় একই মঞ্চে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসএইচ