সর্বশেষ সংবাদ

নাগরপুরে সাবেক প্রতিমন্ত্রীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য নূর মোহাম্মদ খান। এছাড়াও মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নুসরাত খান।

শুক্রবার (৩০ জুন) সকালে ধুবড়িয়া ইউনিয়নে সাবেক প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে সর্বস্তরের জনসাধারণ ও তার অনুসারী নেতাকর্মীদের সফল অংশগ্রহণে এই আয়োজন সফলভাবে অনুষ্ঠিত হয়।

সাবেক তথ্য ও বেতার প্রতিমন্ত্রী নূর মোহাম্মদ খান বলেন, আওয়ামী দুঃশাসন থেকে দেশকে মুক্ত করতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজ দেশ গভীর সংকটে নিমজ্জিত। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। ধুবড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ওয়ালিউল ইসলাম এর সভাপতিত্বে ও সাবেক উপজেলা বিএনপি সদস্য হরমুজ মিয়া’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে নাগরপুর-দেলদুয়ার উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত