বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়া বিএনপির বহিষ্কৃত নেতা বাসাইল উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম অটলের পক্ষে প্রচারণা করছেন বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন। পৌরসভার বিভিন্ন এলাকায় বহিস্কৃত নেতার সাথে উঠান বৈঠকে প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন। গত রোববার (১১ জুন) রাতে পৌর এলাকার ব্রাহ্মণপাড়িলে উঠান বৈঠকে পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন ভোট প্রার্থনা করেন।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন বলেন, আমি খাইতে বসছি পরে কথা বলি বলে কলটি কেটে দেন।
বাসাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নূর নবী আবু হায়াত খান নবুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
এসএইচ