সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে ডিজিটাল নিরাপত্তা আইনে বিএনপি নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. এমরান হোসেনকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডা. এমরান হোসেন উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মৃত আইনুল হকের ছেলে।

শনিবার (৩ জুন) বিকেলের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারিক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়। এর আগে একই দিন ভোর রাতের দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী এসব তথ্য নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির ঘটনায় জডিত ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেনকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রীকে কটূক্তির মুলহোতা রহমান চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী সে। আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত