নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মো. চাঁন মিয়ার তৃতীয় ছেলে আতাউর রহমান গগন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার (২৮ মে) সন্ধ্যায় দীর্ঘদিন রাজধানীতে চিকিৎসা শেষে ধুবড়িয়া বিষমপুর এলাকায় মরহুমের নিজ বাড়িতে ফিরে আসার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর।
পরিবার পক্ষ থেকে ভাতিজা সাংবাদিক মো. ইউসুফ হোসেন লেনিন বলেন, আমার শ্রদ্ধেয় কাকা ইন্তেকাল করায় অপূরণীয় এক ক্ষতি হয়ে গেছে। তিনি তার বাবা সাবেক চেয়ারম্যান মরহুম চাঁন মিয়ার মতোই ব্যাপক পরিচিত একজন মানুষ ছিলেন। কাকার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং ধুবড়িয়া ইউনিয়ন বাসীর কাছে তার জন্য দোয়া কামনা করছি। বিষমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামসহ অন্যান্য জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজ। তিনি এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয়স্বজন রেখে গেছেন।
এসএইচ