মোংলায় বজ্রপাতে নিহত ১

শেখ রাসেল, বাগেরহাট জেলা প্রতিনিধি: মোংলায় ড্রেজারে কাজ করার সময় বজ্রপাতে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে। শনিবার (২৭ মে) দুপুরে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বালুর মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস। নিহত এনামুল সেখ (৩৫) রামপালালের রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের মো. ফজিলত সেখ এর পুত্র। আহত মিলন শেখ (২২) মোংলার গোয়ালের মাঠ মো. রেজাউল শেখ এর পুত্র।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ সামসুদ্দীন জানান, এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে বজ্রপাতে একজন মরা গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *