কালিয়াকৈরে রাজদিঘি সাহেরারফুল মাদ্রাসায় আলোচনা সভা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেবাবাদ রাজদিঘি সাহেরারফুল মাদ্রাসার নুরানী কিন্ডারগার্টেন ও কিতাব বিভাগের নতুন শাখায় ছাত্র ভর্তি চলছে সেই উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মে) সকালে সাহেবাবাদ রাজদিঘি সাহেরারফুল মাদ্রাসার সভাকক্ষে নতুন ছাত্র ভর্তির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই সময় সমতিত্ব করেন রাজদিঘি সাহেরারফুল মাদ্রাসার সভাপতি মোশারফ হোসেন (মেম্বার) অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

প্রধান অতিথি হিসেবে দোয়া ও সবক প্রধান করেন মহাসচিব ইত্তেহাদুল মাদারিসিল কাউমিয়া বাংলাদেশ আল্লামা মুফতি নুরুল ইসলাম।

উপস্থিত ছিলেন রাজদিঘি সাহেরারফুল মাদ্রাসার মাহতামিন ও উপজেলা ওলামা পরিষদেদর সাধারন সম্পাদক হাজী মাওলানা আমিনুল ইসলাম আমিনি, সপ্তরুপা যুবসংঘের সভাপতি শাহিন উজ্জামান শাহিন, সাধারন সম্পাদক জসিম উদ্দিন, রাজদিঘি সাহেরারফুল মাদ্রাসার ঈদগা মাঠের সভাপতি আব্দুল কদ্দুস,সাধারন সম্পাদক আশরাফ উদ্দিনসহ অত্র কমিটির নেতৃবৃন্দরা।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *