সর্বশেষ সংবাদ

মির্জাপুরে সাংবাদিক মোমেনের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মির্জাপুর প্রেসক্লাব মির্জাপুরের সদস্য ও সাপ্তাহিক মৌবাজার পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল মোমেনের আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৪ মে) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ সভায় সামছুল ইসলাম সহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।

এসময় আব্দুল মোমেনের পরিবারের সদস্য ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ মো. আবু সালেহ মাসুদ করিম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস দুর্লভ চন্দ্র, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাহফুজুর রহমান কনক প্রমুখ। সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় আব্দুল মোমেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে দোয়া পরিচালনা করেন, মির্জাপুর থানা মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদুল ইসলাম।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত