সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সাধুর পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ মে) দুপুরে উপজেলার কামালের বার্ত্তি দলীয় কার্যালয় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু নিজেই।

এ সময় তিনি বলেন, তাঁর তালাকপ্রাপ্ত স্ত্রী সাবিনা ইয়াসমিন বিভ্রান্তিকর, মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিতভাবে কতিপয় লোকের সহায়তায় প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহসহ বিভিন্ন প্রচার মাধ্যমে কুৎসা রটিয়ে যাচ্ছে। এতে করে তাকে সামাজিক ও পেশাগতভাবে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে রেহাই পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত