সর্বশেষ সংবাদ

হত্যা মামলার প্রধান আসামির আত্মসমর্পণ

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে মাসহ দুই শিশু হত্যা মামলায় প্রধান আসামি শাহেদ বৃহস্পতিবার (১১ মে) আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে দেলদুয়ার আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণ করেন।

টাঙ্গাইলের কোর্ট পুলিশ ইন্সপেক্টর তানভীর আহমেদ সাংবাদিকদের একথা জানান, এ আলোচিত মামলার প্রধান আসামি শাহেদ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক আরিফুল ইসলাম জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, গত শনিবার সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রামে শাহেদের স্ত্রী মনিরা বেগম (৩০) ও তার দুই ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র মুশফিক (৮) ও মাশরাফির (২) লাশ পাওয়া যায় তাদের ঘরে।

পরদিন রোববার নিহত মনিরার মা আবেদা বেগম ৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। ঘটনার দিন থেকেই প্রধান আসামি শাহেদসহ অন্যরা পালিয়ে যান।

এদিকে শাহেদ এলাকায় নেশাগ্রস্ত হিসেবে পরিচিত এবং চুরি করে ধরাও পড়েছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এআই 

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত