সর্বশেষ সংবাদ

মির্জাপুরে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা ও নবাগত ইউএনও’র যোগদান

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বিদায়ী ইউএনও মো. হাফিজুর রহমানকে সংবর্ধনা ও নবাগত ইউএনও শাকিলা বিনতে মতিন যোগদান করেছেন।

রবিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিদায়ী ইউএনও’র কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত বিদায় ও বরণ অনুষ্ঠানে যোগ দেন তারা।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. ফরিদুল ইসলাম, মির্জাপুর পৌরসভার সাবেক দুই মেয়র বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোশারফ হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান শহিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলকসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নবাগত ইউএনও শাকিলা বিনতে মতিনের বাড়ি পিরোজপুর জেলায়। তার স্বামী হোসাইন মোহাম্মদ হাই জকী ধামরাই উপজেলার ইউএনও হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

এআই 

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত