সর্বশেষ সংবাদ

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল; পীরগঞ্জের ওসি জাকির প্রত্যাহার

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: ঘুস নেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর রংপুরের পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেনকে প্রত্যাহার করে (ক্লোজড) পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। সোমবার বিকেলে পুলিশ সুপারের নির্দেশে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।

এসপি বলেন, এ ঘটনায় সার্কেল ডি কর্মকর্তা কামরুজ্জামানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আপাতত তাকে পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

একাধিক সূত্রে জানা যায়, পীরগঞ্জ থানায় ওসি হিসেবে যোগদানের পর থেকেই জাকির হোসেন অবাধে ঘুস বাণিজ্য চালিয়ে আসছেন বলে অভিযোগ। কিছু নামধারী রাজনৈতিক নেতা ও কতিপয় সাংবাদিকদের নিয়ে তিনি গড়ে তুলেছেন দালাল সিন্ডিকেট। এই সিন্ডিকেট নানাভাবে হয়রানি করে আসছে হাজার হাজার মানুষকে। ওই সব ক্ষতিগ্রস্ত মানুষ আইনি সহায়তা নিতে থানায় এলে তারা ওসির ঘুস বাণিজ্যের শিকার হন। বাদী-বিবাদী উভয়পক্ষের কাছ থেকে ঘুস নিয়ে দ্বন্দ্ব জিইয়ে রেখে ফায়দা আদায় করেন ওসি জাকির হোসেন।

অন্যদিকে থানায় মামলা দিতে এলে বিপক্ষ প্রভাবশালীর সঙ্গে আঁতাত করে ওসি অভিযোগকারীর বিরুদ্ধে মামলা রুজু করেন এমন অভিযোগও উঠেছে। পীরগঞ্জের বিভিন্ন উন্নয়ন কাজের কমিশনও জোর করে আদায় করার অভিযোগও রয়েছে ওসি জাকির হোসেনের বিরুদ্ধে। সম্প্রতি এ রকম একটি কমিশন বাণিজ্যের টাকা গ্রহণের ভিডিও ক্লিপ ফাঁস হয়েছে। টাকা দেওয়ার সময় কেউ একজন গোপনে তা ভিডিও ধারণ করেন।

এ বিষয়ে ওসি জাকির হোসেন জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। কেউ একজন তাকে ঘুস প্রদানের প্রস্তাব করলে তিনি তা প্রত্যাখ্যান করায় তাকে ফাঁসাতে ভিডিও ক্লিপ প্রচার করছে।

এসএইচ

আরও পড়ুন

৯ম শ্রেণির ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও!

কালিয়াকৈরে উপজেলার সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন আলী ওই স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ...

টাঙ্গাইল-৭ আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেলেন শুভ এমপি

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক...

সেরা পঠিত