সর্বশেষ সংবাদ

গোপালপুরে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

মো. নুর আলম (গোপালপুর) টাঙ্গাইল প্রতিনিধি: ‘শুভ কাজে সবার পাশে’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে নগদা শিমলা ইউনিয়নের মজিদপুরসহ কয়েকটি গ্রামের ৭০ পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

সংস্থার নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত ঈদ সামগ্রীর প্রতি প্যাকেজের মধ্যে ছিলো- পোলাও চাল ১ কেজি, ভাতের চাল ২ কেজি, ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, লবন ১ কেজি, চিনি ১ কেজি, সেমাই ২ প্যাকেট, দুধের কৌটা ২ টি, সাবান ২টি ও ১ বোতল নারিকেল তেল।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মুফতী ইসমাইল হোসাইন, সাধারণ সম্পাদক শেখ মাহ্দী হাসান শিবলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমেন, অর্থ সম্পাদক এরশাদ আলীসহ সংস্থার অন্যান্য নের্তৃবৃন্দ।

উল্লেখ্য, ২০০৭ সালে প্রতিষ্ঠিত এ সংস্থা সামাজিক উন্নয়ন, অসহায় মানুষের সেবা, ঈদ সামগ্রী বিতরণ, বাল্যবিয়ে প্রতিরোধ, যৌতুকমুক্ত বিয়ে, অসহায় শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ, নদী ভাঙ্গন কবলিত মানুষকে আর্থিক সহায়তা প্রদান করাসহ সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত