মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ‘মানবতায় আমরা’ স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান আবুল কালাম আজাদ লিটনের ব্যক্তিগত অর্থায়নে তিন হাজার অসহায় মানুষকে ৫শত টাকা প্রদান করা হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন, বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া।
জানা গেছে, একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের তিন হাজার অসহায়, দুস্থ্যদের তালিকা করে প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া প্রতিটি ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঈদ উপহার দেন লিটন।
এ ব্যাপারে আবুল কালাম আজাদ লিটন বলেন, মহান আল্লাহর রহমতে প্রতিবছর ঈদেই অসহায় মানুষদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে থাকি। তারই ধারাবাহিকতায় এবছরও অর্থ প্রদান করা হয়েছে। সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, মানবতায় আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ্য, অসহায়, অসুস্থ্য মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করা হয়।
এসএইচ