সর্বশেষ সংবাদ

খেলনা পিস্তলসহ যুবক আটক

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে নৌবাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে এ এম খালেদ (৩৯) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ওয়্যারলেস সেট ও দুটি খেলনা পিস্তল, পোশাক ও মাথার ক্যাপসহ সরঞ্জাম জব্দ করা হয়।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে শহরের কলেজ মাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। খালেদ ওই এলাকার এ এম ওয়াহেদের ছেলে।

ঝালকাঠি ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খালেদ নিজে বাংলাদেশ নৌবাহিনীর ছদ্মবেশ ধারণ করে পরিচয় প্রতিষ্ঠিত করার জন্য ভুয়া পোশাক, ওয়্যারলেস সেট ও নকল পিস্তলসহ আনুষঙ্গিক জিনিসপত্র ব্যবহার করে বিভিন্ন নারীকে প্রতারিত করেছেন। এ বিষয়ে ডিবির মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত