মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার বন্য হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন এক কৃষক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের বালিঝুরি রেঞ্জের মালাকোচা বিটে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল করিম (২৮) জুলগাঁও গ্রামের রবিউল ইসলামের ছেলে। আহত খবির উদ্দিন একই গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে একটি হাতির পাল কৃষক করিমের ধানক্ষেতের কাছাকাছি এসে ধান খাওয়ার প্রস্তুতি নেয়। এ সময় করিমসহ ৬-৭ জন মশাল জ্বালিয়ে হাতির পালটিকে তাড়া করেন। পরে একটি হাতি পিছন থেকে করিমকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই করিমের মৃত্যু হয়। এ সময় খবির প্রাণে রক্ষা পেলেও হাতির আক্রমণে কোমড় ভেঙে গুরুতর আহত হন। খবর পেয়ে বন বিভাগের টহল দল রাতেই করিমের মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা করিমের মরদেহ বাড়িতে নিয়ে যান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিঝুরি রেঞ্জ কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, বন বিভাগের পক্ষ থেকে করিমের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৩ লাখ টাকা দেওয়া হবে। আহত খবির পাবেন ১ লাখ টাকা।
এসএইচ