মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে অসহায়, নির্যাতিত ও অসুস্থ ৮ ব্যক্তির মাঝে ৩ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) পৌরসদরের সৈয়দ টাওয়ারের দ্বিতীয় তলায় এমপির কার্যালয়ে চেক বিতরণ করেন, টাঙ্গাইল-০৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।
উপহারভোগীরা হলেন, সুনীল চন্দ্র বর্মন ৪০ হাজার, কিয়াম উদ্দিন ৩০ হাজার, মেছের আলী ৪০ হাজার, জয়ধর মিয়া ৫০ হাজার, আনোয়ারা বেগম ৫০ হাজার, আসলাম মিয়া ৫০ হাজার, দিলরুবা বেগম ৪০ হাজার ও মারিয়া আক্তার ৫০ হাজার টাকা। মোট ৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, বাঁশতৈল ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর অসিফ অনিক প্রমুখ।
এসময় খান আহমেদ শুভ এমপি বলেন, আওয়ামী লীগ সরকার অসহায়দের সুখে-দুখে সবসময় পাশে থাকে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী নির্যাতিত, অসুস্থ ও অসহায়দের আর্থিক সহায়তা দিয়েছেন। তিনি সবার কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করেন, তিনি যেন আগামীতে আবার সরকার গঠন করে দেশের উন্নয়নে কাজ করতে পারেন।
এসএইচ