মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধ: টাঙ্গাইলের বাসাইলে অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রকৃতি ও জীবন ক্লাব টাঙ্গাইলের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে ৩০০ প্যাকেট ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার তেল ও ১ প্যাকেট সেমাই বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ও টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, বাসাইল পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, টাঙ্গাইল চ্যানেল আই দর্শক ফোরামের সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক এম কে ভূঁইয়া সোহেল, পৌরসভার কাউন্সিলর সাজ্জাদ হোসেন আলাল, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়া, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ প্রমুখ।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন টাঙ্গাইল প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক ও চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ।
এআই