সর্বশেষ সংবাদ

ফুলবাড়ীতে প্রতারণার দায়ে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ২৬ লাখ টাকা প্রতারণার দায়ে সারেজুল ইসলাম (৪২) নামের এক প্রতারককে মঙ্গলবার (১১ এপ্রিল) গ্রেফতার করেছে থানা পুলিশ।

দুপুর ১২টায় উপজেলার বেতদিঘী ইউনিয়নের দলদলিয়া গ্রাম থেকে প্রতারণা মামলার গ্রেফতারি পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সারেজুল ইসলাম ওই গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, পাবর্তীপুর উপজেলার আমবাড়ী দৌলতপুর গ্রামের মৃত মোখলেসুর রহমান চৌধুরীর বাড়ির জমি-জমা দেখভাল কাজে নিয়োজিত ছিলেন সারেজুল ইসলাম। সে সুবাদে মোখলেসুর রহমান চৌধুরীর ছেলে আবু বক্কর সিদ্দিক রাব্বীর সাথে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে।

যার প্রেক্ষিতে সারেজুল ইসলাম বিভিন্ন সময় নানা অজুহাতে আবু বক্কর সিদ্দিক রাব্বীর কাছে টাকা লেনদেন করছিলেন। একপর্যায়ে আবু বক্কর সিদ্দিক রাব্বীর কাছে জমি ক্রয় করে দেয়ার নামে ২৬ লাখ টাকা নেন। কিন্তু সেই জমির কোনো হুদিশ দেন না সারেজুল ইসলাম।

বিভিন্ন সময়ে রাব্বি জমিটি দেখতে চাওয়াসহ বুঝিয়ে চাইলে টালবাহানা করতেন সারেজুল ইসলাম। এর এক পর্যায়ে সারেজুল ইসলামের বিরুদ্ধে বাদি হয়ে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রতারণা মামলা করেন আবু বক্কর সিদ্দিক রাব্বী। যার সি.আর মোঃ নং- ১০৯/২০২৩। গ্রেফতারি পরোয়ানা জারি হলে ফুলবাড়ী থানা পুলিশ সারেজুল ইসলামকে গ্রেফতার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে নিজের ভাইসহ বিভিন্ন লোকের সাথে প্রতারণা করে আসছিল সারেজুল ইসলাম।

তার বিরুদ্ধে দিনাজপুর বিজ্ঞ আদালত থেকে প্রতারণা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে মঙ্গলবার দুপুর ১২টায় তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তাকে আদালতে পাঠানো প্রস্তুতি চলছে।

এআই 

আরও পড়ুন

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

৯ম শ্রেণির ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও!

কালিয়াকৈরে উপজেলার সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন আলী ওই স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ...

সেরা পঠিত