সর্বশেষ সংবাদ

টিসিবির পণ্য বিক্রি করায় রমজানে হাহাকার নেই রংপুরে বানিজ্যমন্ত্রী

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: টিসিবির পণ্য বিক্রি করায় রমজানে হাহাকার নেই চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বাংলাদেশের মুদ্রাস্ফীতি ৯ শতাংশ হলেও বিএনপির দরদের দেশ পাকিস্তানে ৩৫ শতাংশ। কষ্ট হলেও বৈশ্বিক অবস্থা বিবেচনায় দেশের মানুষ ভালো আছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (৯ এপ্রিল) দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দ প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব দাবি করেন।

বৈশ্বিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশ নিয়ে বিএনপিকে সমালোচনা করার কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার প্রতি মাসে ৭০০-৮০০ কোটি টাকা ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য অসচ্ছলদের মধ্যে বিক্রি করায় এ রমজানে মানুষের মধ্যে কোনো হাহাকার নেই। বৈশ্বিক অবস্থা ভালো হলে দেশের মানুষ আরও বেশি স্বাচ্ছন্দ্যে থাকবে। এজন্য আমাদের ধৈর্য ধরতে হবে। সবাইকে সহযোগিতা করতে হবে। সবাই মিলে আন্তরিকভাবে কাজ করলে দেশের অবস্থা ভালোর দিকে যাবে। টিসিবির পণ্য বিক্রি করায় রমজানে কোনো হাহাকার নেই।

এ সময় বাণিজ্যমন্ত্রী দেশের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ন না হয় সেদিকটা খেয়াল রেখে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।

এসএইচ

আরও পড়ুন

৯ম শ্রেণির ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও!

কালিয়াকৈরে উপজেলার সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন আলী ওই স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ...

টাঙ্গাইল-৭ আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেলেন শুভ এমপি

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক...

সেরা পঠিত