মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে শ্রমিক নেতা হাসেম মিয়া ওরফে হাসু হত্যা মামলার প্রধান আসামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে মামলার ২নম্বর আসামী শান্তা আক্তার ও বুধবার বিকেলে উপজেলার গোড়াই শিল্পাঞ্চল থেকে প্রধান আসামী সজল মিয়া উজ্জলকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ঘটনার পরদিন শনিবার মামলা রুজুর তিন ঘন্টা পর তিন নম্বর আসামী লাইলী বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
মামলা সুত্রে জানা যায়, খুন হওয়া হাসেমের মেয়ের সাথে তার শ্বশুড়বাড়ির লোকজনদের দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে ঝগড়া-বিবাদ চলছিলো। গত শুক্রবার বিষয়টি মিমাংসার জন্য মেয়ের বাড়ি গেলে হাসেমকে তার বেয়াই বাড়ির লোকজন বেধড়ক মারধর করে। ঘটনাস্থল সরিষাদাইড় থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন শনিবার থানায় পাঁচ জনের নামে নিহত হাসেমের ছেলে রাকিব বাদী হয়ে হত্যা মামলা দায়ের করার ৩ ঘন্টা পর মামলার তিন নম্বর আসামী লাইলী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, মামলার প্রধান আসামীকে তথ্য-প্রযুক্তির সাহায্যে গোড়াই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে, বৃহস্পতিবার সকালে ২নম্বর আসামী এবং এর আগে ৩নম্বর আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ১ এবং ২নম্বর আসামীদের রিমান্ড আবেদন করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ মামলার পলাতক দুই আসামীকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।
এসএইচ