কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ৯টি চোরাই গরু উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। এ ঘটনায় বাবুল (৩৫) নামে চোরচক্ররের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (১৯ মার্চ) রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে ৯টি গরু চুরি হয়। চোরেরা চোরাই গরু নিয়ে সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কারল সুরিচালা এলাকায় পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়। এসময় স্থানীয়রা চ্যালেঞ্জ করলে চোর দলের সদস্যরা গরু ফেলে দৌড়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা ধাওয়া করে নাহিদ হাসান ওরফে ছোট বাবু (৩৫) নামে আন্তজেলা গরুচোর দলেরর এক সদস্যকে হাতেনাতে আটক করে।
আটককৃত নাহিদ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোরডমিল এলাকার নাজিম উদ্দিনের পুত্র। খবর পেয়ে কালিয়াকৈর উপজেলার মৌচাক পুলিশ ক্যাপের পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে নয়টি গরুসহ আটককৃত নাহিদকে রেফতার করে থানায় নিয়ে যায়।
মৌচাক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) শাহ-আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন এঘটনায় ঢাকার কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।