তৌফিকুর রহমান: গাজীপুরের জয়দেবপুরে লোহাগাছিয়ায় আজ থেকে মহা ধুমধামে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী লালন স্মরণোৎসব।
প্রতি বছরই বাংলাদেশের অন্যতম লালন গবেষক ফকির খালেক সাঁই তার নিজের আখড়া বাড়িতে এই মহতি অনুষ্ঠানের আয়োজন করেন। এটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণোৎসব।
মহতি আয়োজন উপলক্ষে লোহাগাছিয়ায় ফকির খালেক সাঁইজীর আখড়া বাড়িতে বিশাল লালন মঞ্চের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১৪, ১৫ ও ১৬ মার্চ প্রতিদিন ওই মঞ্চে ফকির লালন সাঁইজীর জীবনীর উপর আলোচনা সভা ও লালন সংগীত অনুষ্ঠিত হবে। তিন দিনের এই অনুষ্ঠানে লালন মেলারও আয়োজন করা হয়েছে।
লালন স্মরণোৎসবে ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ, র্যাব এর পাশাপাশি সাদা পোষাকে থাকবে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
এদিকে লালন স্মরণোৎসবকে ঘিরে দেশ বিদেশ থেকে সাধু ভক্তরা ইতিমধ্যে ফকির খালেক সাঁইয়ের বাড়িতে আসতে শুরু করেছে।
১৪ মার্চ সন্ধ্যায় বারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান খানের সভাপতিত্বে মঞ্চের উদ্বোধন ঘোষণা করবেন গাজীপুরের জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ডি এম পির অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব হারুন অর রশিদ। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুরের পুলিশ সুপার শফিকুল আলম।
এ বিষয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে খালিদ জামান প্রত্যয় বলেন, লক্ষাধিক লোকের সমাগম হবে এই অনুষ্ঠানে। আগামী ১৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠান চলবে এবং বরাবরের মত সামনের দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।