ডাচ-বাংলার ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার বড় অংশই উদ্ধার

রাজধানীর উত্তরায় অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করে নেয়া ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি ২৫ লাখ টাকার বড় অংশই উদ্ধার করা হয়েছে। রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ট্রাংক বোঝাই তিনটি ট্রাংক উদ্ধার হয়েছে। টাকা ভর্তি বাকি একটি ট্রাংক উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা একটা অংশ উদ্ধার করেছি। কী পরিমাণ উদ্ধার, কোথা থেকে ও কীভাবে উদ্ধার হয়েছে তা পরে জানানো হবে।

নাম প্রকাশ না করার শর্তে ডিএমপি ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ছিনতাইকারীরা টাকা ভর্তি মোট চারটি ট্রাংক ছিনিয়ে নিয়েছিল। তার মধ্যে তিনটি ট্রাংক উদ্ধার করা হয়েছে। খিলক্ষেত এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

টাকা উদ্ধারের এই ঘটনায় নিকুঞ্জ এলাকায় অবস্থিত লা মেরিডিয়ান হোটেলে সন্ধ্যা সাড়ে ৬টায় সংবাদ সম্মেলন করেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, ‘ঘটনার ১০ ঘণ্টার মধ্যে ৯ কোটির বেশি টাকা উদ্ধার করেছি। সিকিউরিটি কোম্পানি ও অন্যদের মিলে ৭ জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছি। জড়িতরা টাকাভর্তি চারটি ট্রাংকের মধ্যে একটি ট্রাংক নিয়ে গেছে। যে গাড়িতে ওরা ছিনতাই করেছিল সেই গাড়িটিও আমরা উদ্ধার করেছি।’

এর আগে সকাল সোয়া ৭টার দিকে উত্তরার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর সেতু এলাকায় টাকা পরিবহনের কাজে ব্যবহৃত গাড়িটি ছিনতাই হয়। গাড়িটিতে এটিএম বুথে ভরার জন্য ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল বলে ডাচ বাংলা ব্যাংকের তরফে পুলিশকে জানানো হয়েছে।

ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছিল, সকালে মিরপুর ডিওএইচএসের সিকিউরিটি কোম্পানি মানি প্ল্যান্টের গাড়িতে করে সোয়া ১১ কোটি টাকা নিয়ে সাভারের ইপিজেডে ডাচ্‌–বাংলা ব্যাংকের বুথে নিয়ে যাচ্ছিল। সকাল ৭টার দিকে আড়াআড়ি করে মাইক্রোবাস দাঁড় করিয়ে উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ–সংলগ্ন ডাচ্‌–বাংলা ব্যাংকের টাকা বহন করা গাড়িটির গতিরোধ করে। মাইক্রোবাস থেকে ১০–১২ জন সশস্ত্র ডাকাত নেমে টাকা বহন করা গাড়ির দরজা ভেঙে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে সোয়া ১১ কোটি টাকা ভর্তি ট্রাংক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর গোয়েন্দা পুলিশ টাকাগুলো উদ্ধারে জোর তৎপরতা চালায়। ছিনতাইয়ের কয়েক ঘণ্টা মধ্যেই টাকাগুলো উদ্ধারে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

আরও পড়ুন