সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মধুপুরে নিজ ঘরে আটকা পড়া নাফিয়া তাবাসসুম (৩) নামে এক শিশুকে দরজা কেটে উদ্ধার করেছেন মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল।
মঙ্গলবার (১৭ই নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে মধুপুর পৌর শহরের হাটখোলা এলাকার তাহেরের বাসায় এ ঘটনা ঘটে। এতে উদ্ধার হওয়া শিশু (নাফিয়া তাবাসসুম) এর বাবার নাম আবু তাহের।
স্থানীয়রা জানান, “রাত ৯টার দিকে একাই শিশু নাফিয়া ঘরে ঢুকে ছিটকিনি লাগিয়ে দেয়। এরপরে খুলতে না পেরে মেয়েটি ঘরের ভিতর ঘুমিয়ে পড়ে। তাকে ডেকে তোলার পর ভিতর থেকে দরজা খুলতে পারেনি শিশুটি।”
দ্রুত খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল দরজা কেটে মেয়েটিকে উদ্ধার করে মা-বাবার হাতে তুলে দেয়।