রাজিব আহমেদ রাসেল, সিরাজগজ্ঞ প্রতিনিধি : “পুলিশ জনতা-জনতাই পুলিশ” এই শ্লোগানকে ধারণ করে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সিরাজগজ্ঞের শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার (১৭নভেম্বর) বিকেলে এক “বিট পুলিশিং সভা” (বিট নং-৭৫) অনুষ্ঠিত হয়।
পোতাজিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী বেপারীর সভাপতিত্বে ও শাহজাদপুর থানার এ,এস,আই মোঃ মেহেদী হাসান এর সার্বিক তত্ত্বাবধানে শতাধিক এলাকাবাসির উপস্থিতিতে বিট পুলিশিং ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিট পুলিশং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদ মাহমুদ খান।
সভায় প্রধান অতিথি ও অতিথিবৃন্দরা বলেন, একটি দেশ গঠনে আপামর জনগনের ভূমিকা অপরিসীম। বিট পুলিশিংয়ের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করে সকলের সহযোগিতা কামনা করেন।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আনসার আলী, ইউনিয়ন আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম- আহ্বায়ক রাশেদুল হায়দার রাশেদ, ইউপি সদস্য নজরুল ইসলাম, দফাদার, চৌকিদার ও গ্রামবাসী।