মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের সিংজুরী বিলে আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি বাংলা ড্রেজারসহ ১৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেস্ট মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে ভাতগ্রাম ইউনিয়নের সিংজুরী বিলে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। সে সময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি বাংলা ড্রেজার মেশিন, প্লাস্টিকের প্রায় ১৫০০ ফুট পাইপ ধ্বংস ও ড্রেজার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেস্ট মো. জুবায়ের হোসেন জানান, অবৈধ দুটি বাংলা ড্রেজারসহ ১৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে এবং ড্রেজার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।