ঝালকাঠি প্রতিনিধি- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটি উপজেলার মোলস্নারহাট পুলিশ তদন্ত কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
বুধবার সকালে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চার রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন, নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত্ম) মোঃ আব্দুল হালিম তালুকদার, মোলস্নারহাট পুলিশ তদন্ত্ম কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শহীদুলস্নাহ, মোলস্নারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবির হোসেন হাওলাদার, রানাপাশা ইউনিয়ন পরিষদের চেয়াররম্যান মাসুদুর রহমান সালামসহ অনেকে।
বৃক্ষরোপণ শেষে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন মোলস্নারহাট ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সভায় ও অংশগ্রহণ করেন।
জানা যায়, এই কর্মসূচির আওতায় ঝালকাঠি জেলা পুলিশের বিভিন্ন ইউনিট বিভিন্ন প্রজাতির দুই হাজার গাছের চারা রোপণ করবে।