নিজস্ব প্রতিবেদক, গাজীপুর- গাজীপুরে শ্রীপুরে এক ছাত্রলীগ নেতার গাড়ি ও গ্যারেজ আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত আটটায় উপজেলার গোসিংগা গ্রামে এ ঘটনা ঘটে।
ছাত্রলীগ ওই নেতার নাম কেএম শাহরিয়ার শাকিল। তিনি গোসিংগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানা পুলিশ।
জানা যায়, উপজেলার গোসিংগা গ্রামের আব্দুল মোতালিব খানের ছেলে সৌদি প্রবাসী কেএম শাহরিয়ার শাকিল পরিবারের ব্যবহারের জন্য ঢাকা মেট্রো: গ-২৯-৯০৬০ নম্বরের এলিয়েন
মডেলের গাড়িটি কিনেন। শাকিলের মা-বাবা মাওনা ইউনিয়নের সিংগারদিগী গ্রামে ভাড়া বাসায় থাকেন। বাড়িটি শুধু কেয়ারটেকার মনির হোসেন দেখভাল করেন। কেয়ারটেকার কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিলেন। এই সুযোগে গ্যারেজে থাকা গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
এসময় গাড়ি ও গ্যারেজ পুড়ে যায়। শ্রীপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যাওয়ার আগেই প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলে।
গাড়ির মালিক শাহরিয়ার শাকিল জানান, এই ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত। রাজনৈতিক কারণে প্রতিপক্ষের লোকজন গাড়িতে আগুন দিয়েছে। গাড়িসহ পুরো বাড়ি আগুনে জ্বালিয়ে দেয়ার উদ্দেশ্য ছিল।
এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই মনিরুজ্জামানকে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।