আপাতত বড় প্রকল্প নয়: প্রধানমন্ত্রী

করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বের অর্থনীতিই আজ বিপর্যস্ত। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এমন অবস্থায় দেশের অর্থনীতি ভালো অবস্থানে রাখতে সরকার চেষ্টা চালাচ্ছে। দেশ যেন সংকটে না পড়ে সেজন্য আপাতত বড় কোনো প্রকল্প হাতে নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ছোট উন্নয়নমুখী প্রকল্পের কাজ চলমান থাকবে বলে জানান তিনি।

মঙ্গলবার (৮ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী (একনেক) কমিটির সভায় প্রধানমন্ত্রী এমন অনুশাসন দেন। বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ ব্রিফিংয়ের সময় প্রধানমন্ত্রীর অনুশাসনের কথা তুলে ধরেন। শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভায় সভাপতিত্ব করেন সরকারপ্রধান।

পরিকল্পনামন্ত্রী বলেন, একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী আয়েসি-বিলাসী প্রকল্প না নেওয়ার বিষয়ে অনুশাসন দিয়েছেন। তবে ছোট গ্রামীণ প্রকল্প বা কল্যাণমুখী প্রকল্পের কাজ চলমান রাখার কথা বলেছেন।

এম এ মান্নান বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন বড় বড় প্রকল্প নেওয়া যাবে না। বড় প্রকল্প গ্রহণে ফিসিজিবিলিটি স্টাডি গভীরভাবে দেখতে হবে।’

পরিকল্পনামন্ত্রী আরও জানান, দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনাবাদি জমি খুঁজে বের করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মন্ত্রিপরিষদ সচিবকে জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তায় এসব অনাবাদি জমি খুঁজে চাষযোগ্য করে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, উৎপাদন বাড়াতে হবে। এক ইঞ্চি জমি ফেলে রাখা যাবে না। জমিতে নানা ধরনের চাষাবাদ করতে হবে। প্রধানমন্ত্রী কেবিনেট সচিবকে নির্দেশ দিয়েছেন ডিসিরা যেন অনাবাদি জমি খুঁজে বের করেন।

তিনি জানান, যে কৌশলে পরিকল্পনা কমিশন এক বছর যাবৎ কাজ করছে এটা নিয়ে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। দুনিয়াব্যাপী মন্দা চলছে, অপচয় কমানোর পাশাপাশি মিতব্যয়ী হতে হবে বলেও প্রধানমন্ত্রী একনেক বৈঠকে আবারও উল্লেখ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *